kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

নির্মাণ খাতে বিনিয়োগ করতে চায় মিসর

নিজস্ব প্রতিবেদক   

২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিনিয়োগের সম্ভাবনাময় অবকাঠামো আর নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত হিথাম গোবাসি। তিনি বলেন, দেশি বিনিয়োগ আকর্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য মানসম্মত অবকাঠমো খাতের কোনো বিকল্প নেই। বাংলাদেশের অবকাঠামো খাতের সার্বিক উন্নয়নে মিসরের উদ্যোক্তাদের বেশ আগ্রহ রয়েছে। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিসরের রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। এ সময় ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি এন কে এ মবিন, মনোয়ার হোসেন এবং মিসর দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়াম এম রাগেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশের নির্মাণ খাতকে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রদূত বলেন, এ খাতের প্রয়োজনীয় বিকাশে মিসর ও বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা