করোনাকালীন সরকারের সময়োপযোগী পদক্ষেপ ব্যবসায় ও অর্থনীতিতে আস্থা ও নিশ্চয়তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারপারসন আবুল কাসেম খান।
তিনি বলেন, কভিড-১৯ পরিস্থিতির কারণে পুরো বৈশ্বিক ব্যবস্থা যখন চ্যালেঞ্জের মুখে পড়েছে তখন সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে শুধু অর্থনৈতিক উদ্বেগ দূর করাই সম্ভব হয়নি, ব্যবসায় ও অর্থনীতিতে আস্থা ও নিশ্চয়তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
গতকাল পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠকে আবুল কাসেম খান এসব কথা বলেন। এ সময় বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্তব্য