তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি আইটি উদ্যোক্তাদের বাংলাদেশে অফশোর ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশি আইটি প্রতিষ্ঠানগুলোকে জাপানের ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুতারোপ করেন। প্রতিমন্ত্রী গতকাল জাপানস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) যৌথ উদ্যোগে জাপানি কম্পানির সঙ্গে সংযোগ স্থাপন, বাজার গবেষণার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ জাপান বিটুবি আইটি বিজনেস ম্যাচমেকিং মিটিং ২০২১’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জুনাইদ আহেমদ পলক বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ।
মন্তব্য