kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

আবারও মন্দার পথে ইউরোজোন

বাণিজ্য ডেস্ক   

২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআবারও মন্দার পথে ইউরোজোন

ইউরোজোনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা মহামারি। সম্প্রতি প্রকাশিত এক জরিপে বলা হয়, গত জানুয়ারি মাসে ইউরোজোনে ব্যাবসায়িক কর্মকাণ্ড কমেছে। ফলে নতুন একটি মন্দা মহামারি বিধ্বস্ত এই দেশগুলোর অর্থনীতিতে অপরিহার্য হয়ে উঠেছে। আইএইচএস মার্কিটের পিএমআই জরিপে দেখা যায়, মহামারি এখনো শক্তিশালী অবস্থায় রয়েছে; যা এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবিরতার দিকে নিয়ে যাচ্ছে। আইএইচএস মার্কিটের ব্যবসাবিষয়ক প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, ‘ইউরোজোন একটি মন্দা কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু করলেও শিগগিরই আরেকটি মন্দায় পড়তে যাচ্ছে। কারণ করোনায় চলাফেরা সীমিত হয়ে পড়ায় ব্যবসা-বাণিজ্যে এর মূল্য দিতে হচ্ছে।’ জার্মান ও ফ্রেন্স নেতৃত্বাধীন একক মুদ্রা ইউরো ব্যবহারকারী এই অঞ্চলে গ্রীষ্মে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফায় করোনা হানা দেওয়ায় আবারও শহরে শহরে নিয়ন্ত্রণ আরোপ করতে হচ্ছে।

গত ডিসেম্বরে ইউরোজোনের পিএমআই সূচক ছিল ৪৯.১ পয়েন্ট, জানুয়ারিতে তা আরো কমে হয়েছে ৪৭.৫ পয়েন্ট। ব্যবসা-বাণিজ্যের পিএমআই সূচক ৫০ পয়েন্টের ওপরে হলে প্রবৃদ্ধি বোঝায়, আর নিচে হলে সংকোচন বোঝায়। ফলে বোঝা যাচ্ছে, এ অঞ্চলের অর্থনীতি কিছুটা সচল হলেও আবারও সংকোচনে যাচ্ছে। এ অঞ্চলে টানা ১১ মাস কর্মসংস্থানও কমেছে। তবে উইলিয়ামসনের মতে, আশাপ্রদ দিক হচ্ছে প্রথম দফায় করোনা মহামারিতে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, ২০২১ সালে দ্বিতীয় দফায় অত বড় ক্ষতি হবে না। এর কারণ আমদানি-রপ্তানি মোটামুটি সচল রয়েছে। এ ছাড়া প্রথম দফায় চলাফেরায় যত কড়াকড়ি ছিল এখন তা ততটা নেই। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা