কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফর অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারওরথিনেস প্রগ্রাম-সাউথ এশিয়ার (কসক্যাপ-এস) ২৮তম স্টিয়ারিং কমিটির সভা গত ১৯-২০ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় কসক্যাপ-এসএর সদস্য আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের প্রতিনিধিসহ আইকাও সদর দপ্তর, আইকাও এশিয়া-প্যাসিপিক অফিস, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, বোয়িং, ইয়াশা, ইফালপা, সিভিল এভিয়েশন অথরিটি অব ফ্রান্সের মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এতে সভাপতিত্ব করেন কসক্যাপ-এসএর চেয়ারম্যান ও নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক রাজন পোখরেল।
মন্তব্য