করোনায় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ফ্রাংকফুর্ট বিমানবন্দরে যাত্রীসংখ্যা কমেছে, যা আশির দশকের পর সর্বনিম্নে দাঁড়িয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস আক্রান্ত বছরটিতে বিমানবন্দরটি দিয়ে এক কোটি ৮৮ লাখ যাত্রী যাওয়া-আসা করেছে, যা ২০১৯ সালের তুলনায় ৭৩ শতাংশ কম। এ সংখ্যা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন। এ ব্যাপারে ফ্রাপোর্টের প্রধান নির্বাহী স্টেফান শুল্টে বলেন, ২০২০ সালটি উড়োজাহাজ খাতের জন্য চরম সংকটের বছর।
স্টেফান শুল্টে, প্রধান নির্বাহী, ফ্রাপোর্ট
মন্তব্য