kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

এনআরবি ব্যাংকের দুই ভাইস চেয়ারম্যান

বাণিজ্য ডেস্ক   

২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএনআরবি ব্যাংকের দুই ভাইস চেয়ারম্যান

থাতেইয়ামা কবির এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত এবং মোহাম্মদ জামিল ইকবাল নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচলনা পর্ষদের সভায় তাঁদের নির্বাচিত করা হয়। থাতেইয়ামা কবির বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক। তিনি জাপানি অটোমোবাইল বিশ্বব্যাপী রপ্তানিতে একজন সফল ব্যবসায়ী। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কম্পানির প্রেসিডেন্ট, সামডে ডেভেলপমেন্ট কম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং ওশান অটো বাংলাদেশ ও কেএম ইন্টারন্যাশনালের কর্ণধার। অন্য ভাইস চেয়ারম্যান জামিল ইকবাল বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ নাগরিক। তিনি দেশের অন্যতম কন্সট্রাকশন কম্পানি জামিল ইকবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জামিল ইকবাল সিলেটে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সরকার কর্তৃক পরপর সাতবার জাতীয় পুরস্কার অর্জন করেন।

মন্তব্যসাতদিনের সেরা