kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

স্মল বিজ

বীমার দাপটে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   

২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবীমার দাপটে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর গতকাল মঙ্গলবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে। মূলত বীমা কম্পানির ওপর ভর করে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার।

এদিন লেনদেনের শুরু থেকেই একের পর এক বীমা কম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে প্রায় সব বীমা কম্পানির শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। লেনদেনের শেষ পর্যন্ত বীমা কম্পানিগুলোর দাম বাড়ার দাপট অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৪৯টি বীমা কম্পানির মধ্যে ৪৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এর মধ্যে ৪৫টিই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। বাকি তিনটি কম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮২০ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকা, যা আগের দিন ছিল এক হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২২৮ কোটি ৬৯ লাখ টাকা।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে। কমেছে ৯০টির এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা