kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

ক্রেতার কাছে বৈশ্বিক ব্র্যান্ডের পণ্য পৌঁছে দেবে সেলেক্সট্রা

নিজস্ব প্রতিবেদক   

১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রেতার দোরগোড়ায় গ্লোবাল ব্র্যান্ডের পণ্য পৌঁছে দিতে এবং ই-কমার্সে আস্থা বাড়াতে দেশে যাত্রা শুরু করেছে মোবাইল ফোন গ্যাজেটস ও কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য কেনার নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম সেলেক্সট্রা (www.salextra.com.bd)।

গত রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেলেক্সট্রা অনলাইন শপ কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তি সচেতন তরুণসমাজের ওপর ভর করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। ই-কমার্সের সঙ্গে সম্পর্কিত সব সমস্যা একে একে সমাধান হচ্ছে; যেমন—মূল্য পরিশোধের ঝামেলা, ডেলিভারি সমস্যা। অনলাইন ব্যাংকিংয়ের দ্রুত প্রসারে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো নতুন নতুন কাজ এবং রাজস্ব আয়ের সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলছে। সেলেক্সট্রা অনলাইন শপের প্রতিষ্ঠাতা সাকিব আরাফাত ও চৌধুরী ফাহরিয়ার জানান, সেলেক্সট্রা ই-কমার্স ইন্ডাস্ট্রিতে একটি নতুন সংযোজন, যেখান থেকে সবাই ন্যায্য মূল্যে আসল পণ্য কিনতে পারবে, প্রতিশ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পাবে এবং মূল্য পরিশোধের জন্য সহজ ও বিভিন্ন অপশন পাবে। সেলেক্সট্রা অনলাইন শপ নিয়মিত নতুন ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের ভালো ও উপভোগ্য অভিজ্ঞতা দিতে চায়।  প্রতিষ্ঠাতা ও এমডি সাকিব আরাফাত বলেন, ‘আমাদের সব ক্যাম্পেইনে আমরা ক্রেতাদের অতিরিক্ত প্রতিশ্রুতি দেব না। সেলেক্সট্রা অনলাইন শপ যা পারবে ক্রেতাদের সেটুকুই অফার করবে এবং সেটা অব্যাহত থাকবে।’ সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী চৌধুরী ফাহরিয়ার বলেন, ‘আমরা এ খাতে এসেছি যাতে আমাদের প্ল্যাটফর্ম ও ব্যবসার টেকসই প্রসার ঘটে এবং ক্রেতাদের ভালো অভিজ্ঞতা হয়।’

মন্তব্যসাতদিনের সেরা