বাংলাদেশের অন্যতম এফএমসিজি প্রতিষ্ঠান, গোদরেজ হাউসহোল্ড প্রডাক্টস (বিডি) প্রাইভেট লিমিটেড; সম্প্রতি প্রতিষ্ঠানটির গ্রেড-১ সাবান ব্র্যান্ড গোদরেজ নম্বর-১ (Godrej No.1) এর নতুন সাইজ বাজারে আনার ঘোষণা দিয়েছে। ঢাকার ফারস হোটেলে ৭৫ গ্রাম এই নতুন সাবানের মোড়ক উন্মোচন করেন গোদরেজ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনন্দ সিং, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা এবং প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের প্রধান রেজওয়ান হামিদ সিজান। প্রাকৃতিক উপাদান সংবলিত গোদরেজ নম্বর ১ সর্বদা গ্রাহককে প্রাকৃতিক সৌন্দর্যের নিশ্চয়তা দিতে অঙ্গীকারবদ্ধ। এই সাবানের প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহারকারীর ত্বককে তিন-চার গুণ পর্যন্ত উজ্জ্বল করে তোলে। ৭৫ গ্রামের নতুন আকারের সাবানটি বাজারে পাওয়া যাবে ২৫ টাকায়।
মন্তব্য