বেইজিংয়ে একটি পূর্ণাঙ্গ স্টুডিও খোলার জন্য একজন ডিজাইন ডিরেক্টর খুঁজছে টেসলা। প্রতিষ্ঠানের মানবসম্পদ পরিচালকরা চার মাস ধরে কয়েকটি বিভাগের প্রধানসহ ডিজাইন ডিরেক্টর খুঁজছেন। ফ্রাঞ্জ ভন হলঝাউসেন কিছু প্রার্থীর সাক্ষাৎকারও নিয়েছেন।
ফ্রাঞ্জ ভন হলঝাউসেন, ডিজাইন প্রধান, টেসলা
মন্তব্য