kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

সূচকের উত্থান কমল লেনদেন

নিজস্ব প্রতিবেদক   

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসূচকের উত্থান কমল লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটিই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯০৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

গতকাল ডিএসইতে ৩৫০টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টি কম্পানির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১২ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সিএসইতে ২৪০টি কম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

মন্তব্যসাতদিনের সেরা