kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

শিল্পোদ্যোক্তা, সিআইপি মোরশেদ আলম এমপি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিল্পোদ্যোক্তা, সিআইপি মোরশেদ আলম এমপি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

শিল্পোদ্যোক্তা, সিআইপি মোরশেদ আলম এমপি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কম্পানির পরিচালনা পর্ষদের ২৫৯তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তিনি নির্বাচিত হন। মোরশেদ আলম কম্পানির একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য। তিনি ব্যাংক ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃৎ। তিনি খ্যাতনামা বেঙ্গল গ্রুপ ও টিভি চ্যানেল আরটিভির চেয়ারম্যান। এ ছাড়া তিনি রপ্তানিমুখী প্লাস্টিক, গার্মেন্টস, কেমিক্যাল, ফুড প্রসেসিং শিল্পসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন এবং বহুবার সিআইপি নির্বাচিত হন।

মোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান

মন্তব্যসাতদিনের সেরা