‘কভিড সময়ে অনন্য এক জীবন যাপন’ প্রতিপাদ্য নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সম্প্রতি প্রথমবারের মতো ‘লেসন্স ফ্রম ২০২০ : অ্যান ইসলামিক পারসপেকটিভ’ শিরোনামে একটি অনলাইন সেমিনারের আয়োজন করে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্যক্রম পরিচালিত হয় এমন অনেক দেশ যেমন মালয়েশিয়া, ইউএই, পাকিস্তান, বাহরাইন এবং বাংলাদেশসহ অন্যান্য দেশেও সেমিনারটি সরাসরি সম্প্রসারিত হয়। ২০২০ সাল জুড়ে প্রতিষ্ঠানটি অঞ্চলভিত্তিক এ রকম অনেক লিভিং ইসলামিক সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের দুজন বিশিষ্ট শরিয়াহ পণ্ডিত শেখ নিজাম ইয়াকুবি (বাহরাইন) এবং ডা. আজনান হাসান (মালয়েশিয়া) একটি প্যানেলে অংশ নিয়ে ইসলামের নানা দৃষ্টিভঙ্গি এবং অনুশাসন তুলে ধরেন।
মন্তব্য