kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

মূল্যসূচক কমেছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক   

১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের দুই পুঁজিবাজারে মূল্যসূচকের পতন ঘটলেও বেড়েছে লেনদেন। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। যদিও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। অন্য বাজার সিএসইতেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ৩৭ কোটি ৯৯ লাখ টাকা বেশি। রবিবার লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ২১ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে। সোমবার ডিএসইতে মোট ৩৪৯টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য