kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

ম্যারিকোর নতুন দুই পণ্য বাজারে

বাণিজ্য ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেম্যারিকোর নতুন দুই পণ্য বাজারে

ম্যারিকো বাংলাদেশ শিশুদের জন্য বাজারে এনেছে ফেস ক্রিম ও র‌্যাশ ক্রিম নামে নতুন দুটি পণ্য। বাজারে আগে থেকেই ম্যারিকোর বেবি লোশন, পাউডার, তেল, ওয়াশ ও সাবান পাওয়া যায়। নতুন পণ্য দুটি প্যারাশুট জাস্ট ফর বেবি ব্র্যান্ডের সমাহার সম্প্রসারিত করেছে এবং এগুলো দেশের সুপারশপ, নিকটস্থ দোকানে ও শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোয় পাওয়া যাচ্ছে।

শিশুর জন্মের পর থেকেই বেশ কিছুদিন ডায়াপার পরানো হয়ে থাকে এবং নিয়মিত ডায়াপার বদলানো হলেও অনেক শিশুকেই র‌্যাশ আক্রান্ত হতে দেখা যায়। অন্যদিকে শীত এসে পড়েছে। এ সময় শিশুর মুখের বিশেষ যত্নের প্রয়োজন। মুখ যাতে প্রাকৃতিক ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে না যায় তার জন্য ময়েশ্চারাইজেশন জরুরি।

প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিমটি ৫০ মি.লি. ও ১০০ মি. লি. ভ্যারিয়েন্টে এবং প্যারাশুট জাস্ট ফর বেবি র‌্যাশ ক্রিমটি ২৫ গ্রাম, ৫০ গ্রাম ও ১০০ গ্রাম এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

মন্তব্য