আজ ৩০ নভেম্বর আয়কর দিবস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এ দিবসটি দেশব্যাপী উদযাপন করা হচ্ছে। এই দিবস উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করার কথা রয়েছে। এ ছাড়া টেলিভিশন, রেডিওতে আয়কর পরিশোধে উৎসাহ দিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এ দিবস উপলক্ষে রাজস্ব পরিশোধে উৎসাহ দিয়ে ব্যানার, প্ল্যাকার্ড টানানো হয়েছে, লিফলেট প্রচার করা হয়েছে। এই দিবস উপলক্ষে ‘উন্নত সেবার মাধ্যমে আয়করের আওতা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
মন্তব্য