kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা

বাণিজ্য ডেস্ক   

৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ২৯তম বর্ষপূর্তি উপলক্ষে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ সেলিব্রেশন অব অ্যাচিভমেন্টস ইন ডিজিটাল পেমেন্টস শীর্ষক পুরস্কার ঘোষণা করেছে মাস্টারকার্ড। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্ট পার্টনার প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার দেওয়া হয়। ইনোভেটিভ সলিউশনের জন্য ১১টি ক্যাটাগরিতে এই পুরস্কারের আয়োজন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (এমপি)। এ ছাড়া সাউথ এশিয়ায় মাস্টারকার্ডের ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং; চিফ অপারেটিং অফিসার (সিওও) ভিকাস ভার্মা; বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ পার্টনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেসব ক্যাটাগরিতে মাস্টারকার্ড এই পুরস্কার ঘোষণা করেছে সেগুলো হলো এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক); এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল), এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রি-পেইড বিজনেস, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়ারিং বিজনেস, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড অনলাইন অ্যাকোয়ারিং বিজনেস, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডিজিটাল সলিউশন, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড অনলাইন অ্যাকোয়ারিং ইত্যাদি।

মন্তব্যসাতদিনের সেরা