kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

মালয়েশিয়াপ্রবাসীদের সংবাদ সম্মেলন

কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি   

২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা মহামারিতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আটকে পড়া প্রবাসীরা মানবেতর জীবন যাপন করেছেন। তাঁদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সরকারের বিভিন্ন স্তর থেকে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে পাঠানোসহ প্রণোদনার আশ্বাস দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার একটি বাসায় ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আটকে পড়া মালয়েশিয়াফেরতরা সংবাদ সম্মেলন করে তাঁদের দুঃখ-দুর্দশা, ক্ষোভ ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

মন্তব্য