পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য এখন থেকে রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ বেশি ব্যয় করা হবে। সরকারের কাছে টাকার অভাব নেই; তবে অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখা জরুরি। তাই ব্যয়টা টার্গেট করে লক্ষভিত্তিক অর্থ ব্যয়ের দিকে যাচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক ন্যায্যতাভিত্তিক বাজেট বরাদ্দ শীর্ষক এক ওয়েবিনার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক অর্থমন্ত্রী সভা ২০২০ উপলক্ষে যৌথভাবে এই আলোচনাসভার আয়োজন করেছে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজিএফবি)।
মন্তব্য