kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

ইতিবাচক ধারায় সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   

২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ১৫৫ কোটি ৫৮ লাখ টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার। গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসইতে মোট ৩৩৫টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য