kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

গৃহশ্রমিকদের মর্যাদা নিশ্চিতে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগৃহকর্মীদের অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি, সচেতনতা বৃদ্ধি, আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন ও গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালাকে আইনে পরিণত করার আহ্বান জানিয়েছেন ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ‘গৃহশ্রমিকের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতকরণ এবং নির্যাতন প্রতিরোধ : বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস সুনীতি প্রকল্পের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে। বিলস ভাইস চেয়ারম্যান শিরীন আখতার, এমপির সভাপতিত্বে এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা  নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক, এমপি।

মন্তব্যসাতদিনের সেরা