দেশের রপ্তানি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল প্রফাইল তৈরির একটি উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে এইচএসবিসির সেরাই লিমিটেড।
উদ্যোগটি স্থানীয় প্রস্তুতকারকদের বিনা খরচে ঢাকার ডিজিটাল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত করে দেবে, যারা ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মার্কেটিং অ্যাসেট তৈরি করে দেবে। সেরাই ও বিজিএমইএ বিশ্বাস করে, যদি স্থানীয় প্রস্তুতকারকরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য, সামর্থ্য ও পরিচয় তুলে ধরতে পারেন, তাহলে তৈরি পোশাক রপ্তানির বিশ্ববাজারে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা রয়েছে। অনলাইনে শক্তিশালী ও কার্যকর অবস্থান তৈরির জন্য এজেন্সিগুলো প্রয়োজনীয় প্রমোশনাল অ্যাসেট যেমন পণ্য, সুযোগ-সুবিধা, কাপড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আইটেমের ভিডিও এবং ছবি তৈরি করে দেবে।
মন্তব্য