kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

এসএমই খাতে কর্মসংস্থান বেড়েছে ১০৫ শতাংশ

আইডিএলসি ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ গবেষণা

বাণিজ্য ডেস্ক   

২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএসএমই খাতে কর্মসংস্থান বেড়েছে ১০৫ শতাংশ

ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো পাঁচ বছরের ব্যবধানে গড়ে ১০৫.৭ শতাংশের বেশি নতুন চাকরির সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে পুরুষ উদ্যোক্তাদের চেয়ে নারী মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। আইডিএলসি ফাইন্যান্স এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ গবেষণায় এ তথ্য উঠে আসে। প্রতিষ্ঠান দুটি সম্মিলিতভাবে আইডিএলসি ফাইন্যান্সের ৭৮২ জন এসএমই উদ্যোক্তার ওপর গবেষণাটি পরিচালনা করে। ‘কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে এ গবেষণা পরিচালনা করা হয়। গতকাল অনলাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অন্যতম গবেষক ড. বজলুল হক খন্দকার গবেষণার এ ফলাফল তুলে ধরেন।

এ সময় আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং এমডি আরিফ খান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যক্ষ ড. সায়েমা হক বিদিশা।

গবেষণায় দেখা যায়, ব্যবসায়ের ধরনের মধ্যে সেবামূলক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে, যা বিগত পাঁচ বছরে ১৭৪.২ শতাংশেরও বেশি। উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কর্মসংস্থান তৈরিও চোখে পড়ার মতো, যা গত পাঁচ বছরে ১৩১ শতাংশ বেড়েছে। চাকরির ধরনের মধ্যে সর্বাধিক বৃদ্ধির হার লক্ষ করা যায় বেতনভুক্ত চাকরির ক্ষেত্রে।

এই বিশ্লেষণের ওপর আলোকপাত করে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘কভিড-১৯-পরবর্তী সময়ে অর্থনীতিতে কর্মসংস্থান ফিরিয়ে আনতে এসএমই ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। আমরা আশাবাদী যে আইডিএলসির মতো অনান্য আর্থিক প্রতিষ্ঠানও এসএমই অর্থায়ন, প্রশিক্ষণ এবং পরামর্শসেবায় এগিয়ে আসবে।’

মন্তব্যসাতদিনের সেরা