তাঁতিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মূলধন জোগানের কষ্ট দূর করতে সরকার উদ্যোক্তা পল্লী করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল মঙ্গলবার দুপুরে ফার্মগেটের জেডিপিসির সম্মেলনকক্ষে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত ‘তাঁত নীতিমালা-২০২০’ বিষয়ে কর্মশালায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের তাঁতশিল্পে নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য কাজ করা হবে। তাঁত বোর্ডের নিজস্ব জমিতে তাঁতিদের জন্য আলাদা করে একটি পল্লী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পল্লীতে একই স্থানে মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, তাঁতবস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যবসার স্থান সংকুলান করা হবে, তাঁতবস্ত্রের আন্তর্জাতিক পরিমণ্ডলে রপ্তানির জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে, তাঁতপণ্যের বাজারজাতকরণ সুবিধা সৃষ্টি করা হবে এবং পরিবর্তিত বাজারে ভোক্তার চাহিদার সঙ্গে সংগতি রেখে নতুন নতুন ডিজাইন উদ্ভাবন হবে।
মন্তব্য