kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

কৃষিসচিব বললেন

খাদ্য নিরাপত্তাবলয় গড়ে তুলতে চাই

বাণিজ্য ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকৃষি উৎপাদনের পাশাপাশি আমরা এমন একটা খাদ্য নিরাপত্তাবলয় গড়ে তুলতে চাই, যাতে বহির্বিশ্বে অবদান রাখতে পারি। সে জন্য আমাদের কৃষি ইনস্টিটিউশনগুলোর কর্মদক্ষতা বাড়িয়ে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। আমরা দক্ষতার সঙ্গে কাজ করলে অবশ্যই পরিবর্তন আসবে। গত বুধবার নতুন যোগদানকৃত কৃষিসচিব মো. মেসবাহুল ইসলামের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) আগমন উপলক্ষে সংস্থার সদর দপ্তরে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো. মাহবুবুল ইসলাম। সভায় সংস্থার সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ড. এ কে এম মুনিরুল হকসহ অন্য কর্মকর্তারাও বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা