kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

যুবনীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ

নিজস্ব প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে যুবদের উন্নয়নে সরকার প্রণীত জাতীয় যুবনীতি ২০১৭ প্রণয়নের চার বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন শুরু না হওয়ায় এই নীতিমালা বাস্তবায়নে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন বক্তারা। গতকাল বুধবার অ্যাকশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল ওয়েবিনারে এই আহ্বান জানানো হয়। বয়স, জাতিগত পরিচয়, শারীরিক প্রতিবন্ধী, গ্রামাঞ্চলে বিশেষত গ্রামীণ যুব মহিলাদের এবং তৃতীয় লিঙ্গ নির্বিশেষে সব যুবকের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে যুবনীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। ওয়েবিনারে অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক কাজী সালমান হোসেন, বিভিন্ন শ্রেণির যুব প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীরা যুক্ত হয়েছিলেন।

অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান বলেন, ‘জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে না।’

মন্তব্যসাতদিনের সেরা