kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

কোয়ালকমের সঙ্গে জোট বেঁধেছে জিও

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোয়ালকমের সঙ্গে জোট বেঁধেছে জিও

ভারতে ফাইভজি নেটওয়ার্ক পরিকাঠামো এবং পরিষেবার উন্নতি দ্রুত করতে কোয়ালকমের সঙ্গে জোট বেঁধেছে ধনকুবের মুকেশ আম্বানির জিও। ফাইভজি হাইস্পিডের নেটওয়ার্ক নিয়ে হাজির হতে চলেছে এই সংস্থা। জিও, যার মধ্যে টাইকুনের ওয়্যারলেস অপারেটর রয়েছে, যা সম্পূর্ণ ইউএসভিত্তিক ইউনিট রেডিসিস করপোরেশনের মালিকানাধীন। ফাইভজি ঢুকলে টেলিকম দুনিয়ায় ইন্টারনেট ব্যবহারে ঢেউ উঠবে। তার জন্য নিজেকে প্রস্তুত করতে সদা তৎপর জিও।

মুকেশ আম্বানি, চেয়ারম্যান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

মন্তব্য