kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

প্রাইম এক্সচেঞ্জের দুই গ্রাহক পেলেন সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পুরস্কার

বাণিজ্য ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের দুর্যোগকালে অভিবাসী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রাইম এক্সচেঞ্জ কম্পানির দুই গ্রাহককে বিশেষ রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে সিঙ্গাপুর সরকার। কভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সচেতনতা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে একটি শিপইয়ার্ডের সেফটি কো-অর্ডিনেটর ওমর ফারুক শিপন অর্জন করেছেন ‘পিপল অব গুড’ পুরস্কার। বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের কবির হোসেন অর্জন করেছেন ‘পিপলস অব গুড স্পেশাল কমেন্ডেশন’ (বিশেষ অ্যাওয়ার্ড)। তিনি প্রবাসী কর্মীদের খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদানের উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করেন। তাঁরা দুজন দীর্ঘদিন ধরে প্রাইম এক্সচেঞ্জের রেমিট্যান্স গ্রাহক।

মন্তব্যসাতদিনের সেরা