kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব আয় কমেছে

শেরপুর প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের প্রভাবে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব আয় কমেছে। নালিতাবাড়ী সীমান্তের এই স্থলবন্দর দিয়ে করোনার কারণে দীর্ঘদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তা ছাড়া ভারত থেকে কয়লা আমদানি বন্ধ থাকাও রাজস্ব আয়ে ভাটা পড়ার কারণ।

নাকুগাঁও স্থলবন্দরের কাস্টমস ইন্সপেক্টর সঞ্জয় সরকার জানান, করোনাভাইরাসের কারণে ১৯ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে সরকারি নির্দেশনায় জুন মাস থেকে কার্যক্রম শুরু হলেও এখনো স্বল্প পরিসরে চলছে কার্যক্রম।

মন্তব্যসাতদিনের সেরা