kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

বিজিএমইএ সভাপতি পদে লড়বেন ফারুক

নিজস্ব প্রতিবেদক   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিজিএমইএ সভাপতি পদে লড়বেন ফারুক

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন মেয়াদে সভাপতি পদে লড়বেন অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। সম্প্রতি তাঁর প্যানেল সম্মিলিত পরিষদ থেকে এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক এই জ্যেষ্ঠ সহসভাপতি।

তিনি বলেন, গত শনিবার রাজধানীর উত্তরায় জায়ান্ট বিজনেস টাওয়ারে এক মতবিনিময়সভায় এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিজিএমইএ সাবেক সভাপতি কুতুব উদ্দিন, মোস্তফা গোলাম কুদ্দুস, সফিউল ইসলাম মহিউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী, সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা