kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

স ং ক্ষি প্ত

লেনদেন কমেছে সূচকের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক   

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ২২ পয়েন্ট কমে ৪৮৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১১০৯ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচকও ৯ পয়েন্ট কমেছে।

ডিএসইতে ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১৪৩ কোটি ছয় লাখ টাকা কম। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৯ কোটি তিন লাখ টাকার। সিএসইতে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৫৬ পয়েন্টে। সিএসইতে ২৪ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার ব্লক মার্কেটে মোট ২১টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কম্পানিগুলোর মোট এক কোটি আট লাখ ২৪ হাজার ৯৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৯১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ার। কম্পানিটি ১১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক ১০ কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা