kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

শিগগিরই চালু হচ্ছে তিন বর্ডার হাট

নিজস্ব প্রতিবেদক   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় স্থাপিত বর্ডার হাটগুলোতে উভয় দেশের মানুষের আগ্রহ বাড়ছে। আরো তিনটি বর্ডার হাট উদ্বোধনের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব এই তিনটি বর্ডার হাট উদ্বোধন করা হবে। আশা করা হচ্ছে, এর ফলে বাংলাদেশি পণ্যের রপ্তানি ভারতে অনেক বাড়বে।

গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো দূর করে ভারতে রপ্তানি বাড়ানো হবে। আমরা এ সুযোগ কাজে লাগাতে চাই।’

মন্তব্যসাতদিনের সেরা