kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

পদত্যাগ করলেন ডিএসইর এমডি

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদত্যাগ করলেন ডিএসইর এমডি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক পদত্যাগ করেছেন। গতকাল বুধবার ডিএসইর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। নোটিশের পর থেকে তিন মাসের মধ্যে অর্থাৎ ২০২১ সালের ৮ জানুয়ারির মধ্যে নতুন এমডি নিয়োগ করবে ডিএসই। এর আগে গত ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন তিনি, যা বুধবার ডিএসইর পর্ষদ সভায় গৃহীত হয়েছে। তিনি এর আগে গত ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগ দেন। তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা