জার্মানির ফ্রাংকফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গত রবিবার ফ্রাংকফুর্টের বিখ্যাত পাউল গির্জায় বিশিষ্ট অতিথিদের সামনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের জন্য অমর্ত্য সেনের নাম ঘোষণা করা হয়। বিচারকরা বলেছেন, কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে তা মোকাবেলার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন অমর্ত্য সেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চলেছেন এই অর্থনীতিবিদ। তাঁর কাজ কখনো অপ্রাসঙ্গিক হয় না।
অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ
মন্তব্য