kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

আইসিএসবির নতুন প্রেসিডেন্ট বুল হাসান

নিজস্ব প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইসিএসবির নতুন প্রেসিডেন্ট বুল হাসান

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বুল হাসান (এফসিএস)। গত শনিবার ৬৪তম কাউন্সিল সভায় তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০১৯-২০ ও ২০১৬-১৮ মেয়াদে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ২০১৩-১৬ মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সিমেন্স বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যানশিয়াল অফিসার এবং কম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। একই সভায় এম নাসিমুল হাই এফসিএসকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। এর আগেও তিনি ২০১৩-১৬ মেয়াদে একই পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০১০-১৩ মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ২০০৭-১০ সময়ে তিনি তিন মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য