kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

এবার ভারতীয় টেক বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে উঠে এলেন এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদর

৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার ভারতীয় টেক বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে উঠে এলেন এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদর

এবার ভারতীয় টেক বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে উঠে এলেন এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদর। করোনা মহামারির পরও তাঁর মোট সম্পদ বেড়ে এক লাখ ৪১ হাজার ৭০০ কোটি রুপিতে পৌঁছেছে। সম্প্রতি ‘আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া’ ভারতীয় টেক বিলিয়নেয়ারদের একটি তালিকা প্রকাশ করলে এ খবর পাওয়া যায়। ১৯৭৬ সালে শিব নাদর এইচসিএল শুরু করেন। বর্তমানে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বের অনেক দেশে তথ্য-প্রযুক্তি সেবা সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এইচসিএল বিভিন্ন ডিজিটাল সেবা সরবরাহের পাশাপাশি আইওটি, ক্লাউড, অটোমেশন, সাইবার নিরাপত্তা, ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থাপনা এবং প্রকৌশল সেবা দিচ্ছে।

শিব নাদর, চেয়ারম্যান, এইচসিএল টেকনোলজিস

মন্তব্যসাতদিনের সেরা