kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

২৩ হাজার কোটি টাকা ঋণ দেবে আশা

বাণিজ্য ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০২০-২১ অর্থবছরে আশা ২৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করবে। এই ঋণ কর্মসূচির আওতায় আসবে প্রায় ৬৫ লাখ সদস্য। সম্প্রতি আশার ৪১তম বার্ষিক সাধারণ সভায় এ লক্ষ্যমাত্রা গৃহীত ও অনুমোদিত হয়। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে উদ্বৃত্ত আয় থেকে আশা প্রায় ৫১ কোটি টাকা সিএসআর কর্মসূচিতে ব্যয়ের সিদ্ধান্ত নেয়। এসব কর্মসূচি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, ফিজিওথেরাপি, স্যানিটেশন ইত্যাদি।

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। আশার প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী সদ্যঃসমাপ্ত আর্থিক বছরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। সভা সঞ্চালনায় ছিলেন আশার ইভিপি মো. তৌফিকুল ইসলাম চৌধুরী।

মন্তব্যসাতদিনের সেরা