kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

শিক্ষার্থীদের পাশে ক্যাসিও

বাণিজ্য ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলমান করোনা পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমন পরিস্থিতিতে ইলেকট্রনিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসিও (সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে পরিচিত) ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর জন্য ই-লার্নিংয়ের ব্যবস্থা করেছে। বৃহৎ এ কর্মসূচির মাধ্যমে ক্যাসিও জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তা দিয়েছে এবং শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের কর্মশালা এবং শিক্ষাব্যবস্থাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজড সহায়তা দিয়েছে।

শুরুতেই ক্যাসিও আগামী ডিসেম্বর পর্যন্ত গণিত শিখতে ও শেখানোর জন্য তাদের শিক্ষামূলক সফটওয়্যারে বিনা মূল্যে প্রবেশাধিকারের ব্যবস্থা করেছে। সফটওয়্যারটি যঃঃঢ়ং://বফঁ.পধংরড়. পড়স/ংড়ভঃধিত্বষরপবহংব/রহফবী.ঢ়যঢ় এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া ব্যাকবোন লিমিটেডের সহযোগিতায় ক্যাসিও এ বছরের জুন মাস থেকে এসএসসির সম্পূর্ণ সিলেবাস কভার করার জন্য সরাসরি গণিত ক্লাস শুরু করেছে।

মন্তব্যসাতদিনের সেরা