kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

চামড়া খাতে ছাড়

খেলাপি ঋণ পুনঃ তফসিলের সময় দুই মাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোরবানির আগে চামড়া খাতে খেলাপি ঋণ পুনঃ তফসিলের যে সুবিধা দেওয়া হয়েছে, সেই সুবিধা নেওয়ার সময়সীমা দ্বিতীয় দফায় আরো দুই মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার সময় বাড়িয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়েছে। প্রথমে ৩০ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ রাখা হলেও পরে সেটি বাড়িয়ে ২৯ অক্টোবর করা হয়েছিল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া কেনাবেচায় অর্থপ্রবাহ নিশ্চিত করতে খেলাপি ঋণ পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দিয়ে গত ৫ জুলাই সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই সার্কুলার অনুযায়ী, ২০২০ সালের ৩০ জুন ভিত্তিক ঋণ স্থিতির ন্যূনতম ২ শতাংশ নগদ ডাউনপেমেন্ট এক বছরের গ্রেস পিরিয়ডসহ আট বছরের জন্য মেয়াদি ঋণ পুনঃ তফসিল করতে পারবেন চামড়া ব্যবসায়ীরা। আর তলবি ও চলমান ঋণ সর্বোচ্চ ছয় বছর মেয়াদে পুনঃ তফসিল করা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা