kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

স ং ক্ষি প্ত

দেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে ভ্যাট কমে ৫%

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে ভ্যাট কমে ৫%

দেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে ভ্যাট (মূল্য সংযোজন কর) ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার। এতে প্রায় ৬৭ শতাংশ ছাড় পাবে দেশীয় এলপিজি সিলিন্ডার উৎপাদক প্রতিষ্ঠানগুলো। গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশীয় সিলিন্ডার নির্মাতারা ৩০ জুন, ২০২১ পর্যন্ত এই সুবিধাটি গ্রহণ করবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট শাখার কর্মকর্তারা বলেছেন, গত ২৪ সেপ্টেম্বর লোহা ও ইস্পাতের এলপিজি সিলিন্ডারের স্থানীয় উৎপাদনে ভ্যাট মওকুফ করে একটি এসআরও জারি করা হয়। স্থানীয় উৎপাদকরা কাঁচামাল এবং সিলিন্ডারের বিভিন্ন উপাদান আমদানিতে ভ্যাট অব্যাহতি পাচ্ছেন।

এলপিজি সিলিন্ডার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপ, ওমেরা, টি কে গ্রুপ এবং জেএমআই গ্রুপ উল্লেখযোগ্য। ২০১৬ সালে সরকার লোহা ও ইস্পাতের এলপিজি সিলিন্ডার আমদানিতে ভ্যাট ছাড় দিয়েছে। এই সুবিধাটি এই বছরের জুনে শেষ হয়েছিল। দেশে প্রাকৃতিক গ্যাস দ্রুত হ্রাস হওয়ায় সরকার এলপিজি সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত করছে। বর্তমানে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলো সিলিন্ডারের মোট চাহিদার ৩০ থেকে ৩৫ শতাংশ পূরণ করতে পারে। বাকিগুলো আমদানি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা