kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

বিদেশে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলরদের ওয়ালটন কারখানা পরিদর্শন

বাণিজ্য ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের বিষয়ে বাস্তব ধারণা পেতে ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন বিদেশে বাংলাদেশি দূতাবাসে নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলররা। গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাহিদ আফরোজ। নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলরদের প্রতিনিধিদলে ছিলেন তেহরানে নিয়োগপ্রাপ্ত ড. জুলিয়া মঈন, ইয়াঙ্গুনে নিযুক্ত শাহেদুল আকবর খান, সিউলে ড. মিজানুর রহমান, লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর এস এম খুরশিদ-উল-আলম, ব্রাসেলসে নিয়োগপ্রাপ্ত সফিউল আজম এবং কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দপ্তরের প্রথম সচিব বজলুর রশীদ। ওই প্রতিনিধিদলের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল, সৈয়দা নাহিদা হাবিবাসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী প্রধান শামীমা আক্তার।

কারখানা পরিদর্শন শেষে ড. জুলিয়া মঈন বলেন, ‘বাংলাদেশ যে অনেক এগিয়ে গেছে, ওয়ালটন কারখানা দেখে আজ সেটা উপলব্ধি করতে পারলাম।

মন্তব্যসাতদিনের সেরা