kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

ডিএসই সূচক নামল পাঁচ হাজারের নিচে

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবারও মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে ৫ হাজারের নিচে নেমে গেছে। লেনদেনও কমেছে বড় ব্যবধানে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠেছিল। এই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজারের ঘর অতিক্রম করে। আর গত ১৬ সেপ্টেম্বর সূচকটি ৫১১৬ পয়েন্টে অবস্থান করে; যা প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকের। কিন্তু গত তিন কর্মদিবসের মধ্যে গত সোমবার আর গতকাল বড় পতনে সূচকটি ৫ হাজারের নিচে নেমে যায়। এই দুই দিনে সূচক কমেছে ১১৮ পয়েন্ট। গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে ৪৯৭০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১৭১৪ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইতে ৭২৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ২৪৭ কোটি ৬৬ লাখ টাকা কম। সেদিন লেনদেন হয়েছিল ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১৭৭ পয়েন্টে। সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ টাকার। ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৫০টির দর বেড়েছে, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

মন্তব্যসাতদিনের সেরা