kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

স ং ক্ষি প্ত

ওয়ালমার্টের আয় বেড়েছে ৮০%

বাণিজ্য ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেওয়ালমার্টের আয় বেড়েছে ৮০%

করোনা মহামারিতে অনলাইন বিক্রির সাফল্যে বড় অঙ্কের মুনাফা করেছে বিশ্বের সবচেয়ে বড় খুচরা কম্পানি ওয়ালমার্ট। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কম্পানি জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় উল্লম্ফন ঘটেছে। অনলাইন বেচাকেনা বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রণোদনায় ভোক্তাদের ক্রয়ক্ষমতাও বেড়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে কম্পানির নেট আয় হয় ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি। এই সময়ে রাজস্ব ৫.৬ শতাংশ বেড়ে হয়েছে ১৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। কম্পানি জানায়, ওয়ালমার্টের ই-কমার্স বিক্রি বেড়েছে ৯৭ শতাংশ। এ সাফল্যের পেছনে আরো ভূমিকা রেখেছে চীনা কম্পানি জেডি ডটকমে বিনিয়োগ। কম্পানি আরো জানায়, করোনা মহামারির এ সময়টিতে মোদি পণ্যের ব্যাপক চাহিদা ছিল। এর পাশাপাশি নিত্যদিনের ব্যবহার্য পণ্য, ইলেকট্রনিকস ইত্যাদির চাহিদা ছিল। বাড়ি থেকেই পণ্য কেনায় আগ্রহী ছিল বেশির ভাগ ভোক্তা। বিশ্বের ২৭ দেশে ওয়ালমার্টের সাড়ে ১১ হাজার স্টোর রয়েছে। করোনার এ সময়ে আমেরিকান শপগুলোতে বিক্রি বেশি হলেও ভারত, আফ্রিকা ও মধ্য আমেরিকার দেশগুলোতে কমেছে। বিপুল মুনাফার খবরে কম্পানির শেয়ারের দর ৩.২ শতাংশ বেড়ে হয়েছে ১৩৯ দশমিক ৯০ ডলার। পুরো বছরের মুনাফার লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি কম্পানিটি। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা