kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সংকট বাধা

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সংকট বাধা

এশিয়ার গ্রামীণ অঞ্চলে স্বাভাবিক সময়ে যেসব মেয়ের ন্যূনতম হলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, করোনাকালে তা হুমকির মুখে পড়েছে। অর্থনৈতিক সংকটে পড়া দরিদ্র পরিবারগুলো অনেকটা বাধ্য হয়েই তাদের মেয়েদের অর্থ উপার্জনের পথে ঠেলে দিচ্ছে। যখন পরিবারগুলো আর শিক্ষার ব্যয় বহন করতে পারে না, তখন তাদের সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অধিকাংশ সময়ই ছেলেদের বেছে নেওয়া হয়। স্বল্পোন্নত দেশগুলোয় অর্থনৈতিক সংকট মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

জন উড, প্রতিষ্ঠাতা, রুম টু রিড

মন্তব্যসাতদিনের সেরা