kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

স ং ক্ষি প্ত

ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুঁজিবাজারে তালিকাভুক্ত হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  কম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাইটেকের শেয়ার লেনদেন শুরু হচ্ছে। জানা গেছে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন গত ৯ আগস্ট শুরু হয়ে ১৬ আগস্ট শেষ হয়। সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৩৯ কোটি তিন লাখ টাকার বিপরীতে ৩৭৪ কোটি ৪৩ লাখ টাকার আবেদন জমা পড়ে ওয়ালটনের আইপিওতে, যা ৯ দশমিক ৫৯ গুণ বেশি। ফলে বিনিয়োগকারীদের মধ্যে লটারির মাধ্যমে গত ৬ সেপ্টেম্বর ওয়ালটনের শেয়ার বরাদ্দ দেওয়া হয়। এদিকে গত রবিবার লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে জমা হয়েছে।  ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কম্পানি সচিব পার্থ প্রতিম দাশ বলেন, ওয়ালটন শেয়ারের জন্য বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে ওয়ালটন সচেষ্ট থাকবে। গত ২৩ জুন বিএসইসির ৭২৯তম সভায় ওয়ালটনকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়। বুক বিল্ডিং পদ্ধতিতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে।

মন্তব্যসাতদিনের সেরা