kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

বেশির ভাগই পচা

ভোমরা বন্দর দিয়ে এলো আরো চার ট্রাক পেঁয়াজ

গতকাল চার ট্রাকে ৯৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত তিন দিনে ৪০টি ট্রাকে ৯২৫ টন ভারতীয় পেঁয়াজ এসেছে

সাতক্ষীরা প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোমরা বন্দর দিয়ে এলো আরো চার ট্রাক পেঁয়াজ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে গতকাল চার ট্রাকে ৯৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মোট ৪০টি ট্রাকে ৯২৫ টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে এসব পেঁয়াজের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়লেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪০টি পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে ভারতের ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ আটকে থাকায় এসব পেঁয়াজের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিতে পড়েছেন।

তিনি জানান, আরো ১০ থেকে ১২ ট্রাক পেঁয়াজ ছাড় করানো রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে ভোমরা বন্দরে প্রবেশ করবে। এ ছাড়া এখনো পেঁয়াজবাহী দুই শতাধিক ট্রাক ভারতে আটকে আছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত চারটি ট্রাকে ৯৬ টন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত দুই দিনে এ বন্দর দিয়ে মোট ৮২৯ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

মন্তব্যসাতদিনের সেরা