kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

প্রতি শেয়ারে ৩ দশমিক ৮৫ টাকা লভ্যাংশ দেবে ইবনে সিনা

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৮.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৯-২০ অর্থবছর শেষে এই লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। ইবনে সিনা ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) করেছে ১২ দশমিক ৪৩ টাকা। এর বিপরীতে পর্ষদ ৩৮.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা আগের অর্থবছরে ১০ দশমিক ৭৬ টাকা ইপিএসের বিপরীতে ছিল ৩০ শতাংশ নগদ লভ্যাংশ।

মন্তব্যসাতদিনের সেরা