kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

এলপিজি রিফিলিং স্টেশন সম্প্রসারণে মেঘনা পেট্রোলিয়াম ও জেএমআই চুক্তি

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএলপিজি রিফিলিং স্টেশন সম্প্রসারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গে কাজ করবে জেএমআই এলপিজি লিমিটেড। এসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে। এদিকে জেএমআইর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টায় মতিঝিলে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকা অফিস ‘মেঘনা ভবনে’ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এখন থেকে মেঘনা পেট্রোলিয়ামের নিবন্ধিত ফিলিং স্টেশনে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে। এর মাধ্যমে মেঘনা পেট্রোলিয়াম প্রতি লিটার এলপিজি বিক্রি করে ০.৫০ টাকা রয়ালটি পাবে। জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের পক্ষে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক (সিআইপি) ও মেঘনা পেট্রোলিয়ামের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ্-আল-খালেদ চুক্তি স্বাক্ষর করেন। জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিবেশ রক্ষা করে সুন্দর ও স্বচ্ছভাবে ব্যবসা করা আমাদের লক্ষ্য।’

মন্তব্যসাতদিনের সেরা