kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

সূচক কমলেও লেনদেনে উত্থান

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশেয়ার বিক্রির চাপ থাকায় মূল্যসূচক নিম্নমুখী হলেও গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে উত্থান হয়েছে। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে দুই বাজারেই বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম বেড়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার, আর সূচক কমেছে ১৫ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকার, আর সূচক কমেছিল ১২ পয়েন্ট। সেই হিসাবে সূচক কমলেও বেড়েছে লেনদেন। বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরু হওয়ার পর শেয়ার কেনার চাপে সূচক ঊর্ধ্বমুখী হলেও পরে বিক্রির চাপে সূচক কমে। বেলা বাড়লে বিক্রির চাপও বাড়ে। দিনশেষে সূচক দাঁড়ায় ৫০৮৮ পয়েন্টে। ডিএস-৩০ মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ১৭৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অন্য বাজার সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। রবিবার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯০ লাখ টাকার, আর সূচক কমেছে ৩৩ পয়েন্ট। লেনদেন হওয়া ২৮৮ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির। আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি আট লাখ টাকার, আর সূচক কমেছিল ১৩ পয়েন্ট।

মন্তব্য